দেওভোগ দাতা সড়কে বাসায় হামলা: লুটপাট, হত্যার চেষ্টায় মারধর
টপ নিউজ সারাদেশ

দেওভোগ দাতা সড়কে বাসায় হামলা: লুটপাট, হত্যার চেষ্টায় মারধর

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে ফতুল্লায় বাড়ির ভেতরে ঢুকে হামলা চালিয়ে নগদ অর্থ, মোবাইল লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে এই হামলা বলে জানিয়েছেন ভুক্তভোগী নজরুল ইসলাম।

শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে দেওভোগ দাতা সড়কে  এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় ফতুল্লা থানায় রাকিবুল হাসান (২৭), হাসিব (২৬),  রাকিবের পিতা জাহাঙ্গীর আলম (৫৫), স্বপন (২৫), সাদ্দাম (২৫), রাকিবের মা মোর্শেদা বেগম (৫০) এবং সাহাবুদ্দিন (২৬) কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, দুই পরিবারের কলহ মেটাতে বাদী নজরুল ইসলামের বাসায় আলোচনায় বসে দুই পক্ষ। এর এক পর্যায়ে মামলার প্রধান আসামী রাকিব এবং তার বড় ভাই সাকিব লোকজন নিয়ে বাসায় প্রবেশ করে বাদীকে এবং তার স্ত্রী, কন্যা, শ্যালকের স্ত্রী ও দুই বন্ধুকে ব্যাপক মারধর করে তারা। এসময় তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা ব্যাবস্থা গ্রহন করব।