সবার সংবাদ ডেস্ক:
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় কুষ্টিয়ায় বিজ্ঞ আইনজীবীদের নিয়ে নিয়ে যক্ষ্মা বিষয়ক দিনব্যাপী নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) কুষ্টিয়ার দিশা টাওয়ারের সভাকক্ষে ব্র্যাকের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক কুষ্টিয়ার জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাসের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডা. মো: আকুল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যলয়ের উপ-পরিচালক মুরাদ হোসেন। এই সময় যক্ষ্মারোগ বিষয়ে মূল আলোচনা করেনে ব্র্যাক লার্নিং সেন্টারের ডেপুটি লার্নিং ফ্যাসিলেটর এম এ কাইউম। সভায় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার (ডিএসএমও) ডাঃ নওরীন আলম সিজা । জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদ, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু সাইদ, ব্রাকের প্রোগ্রাম অফিসার আব্দুল মান্নাফ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাস। কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা ব্যবস্থাপক (টিবি) আবু হানিফ মোড়ল। অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের ১৫ জন আইনজীবী অংশগ্রহণ করেন। বক্তারা কুষ্টিয়া জেলার যক্ষ্মা কার্যক্রম জোরদার করনের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষ করে যক্ষ্মা রোগীদের বিভিন্ন ধরনের অধিকার বাস্তবায়নে বিভিন্ন ধরনের আইনী সহোযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক ব্যাধি। বায়ুবাহিত রোগ ও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। প্রধানত ফুসফুস আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি। অন্যথায় রোগীর মৃত্যুও হতে পারে।