সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার উপজেলার বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ মে) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন বিদ্যালয়ের ভবনের নাম ফলক উন্মোচন করে বিদ্যালয়ের নবনির্বিত ভবনের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহীদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন,জেলা ছাত্রলীগের সভাপতি বাধন, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ০১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।