আজকের বাংলাদেশ আর ১৫ বছর আগের বাংলাদেশ এক নয়-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
টপ নিউজ মেহেরপুর

আজকের বাংলাদেশ আর ১৫ বছর আগের বাংলাদেশ এক নয়-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আজকের এই বাংলাদেশ আজ থেকে ১৫ বছর আগের বাংলাদেশ কিন্তু এক নয়। আপনারা জানেন যে বাংলাদেশের পরিবর্তন হয়ে গেছে। আজকের বাংলাদেশকে বলা হচ্ছে উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নের রোল মডেল করেছেন আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চারিপাশে দৃশ্যমান।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ৩দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিন।

জেলা মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শাহীন আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। উন্নয়ন মেলায় ২০টি স্টলে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হচ্ছে।