সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। আগামী ২২ মে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলে উপজেলাবাসীর সেবার হার বৃদ্ধি পাবে বলে দাবী করেন স্বাস্থ্য বিভাগ ও জনসাধারণ। ২০০৮সাল থেকে বহির্বিভাগ হিসাবে কার্যক্রম শুরু করে ২০১৩ সালে আন্তঃবিভাগ চালু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।







